WBBSE Class 7 Sahityamela “সাহিত্য়মেলা” Answer (Bengali Medium) | আছেন কোথায় স্বর্গপুরে Chapter Answer

Class 7 Sahityamela

আছেন কোথায় স্বর্গপুরে

অধ্যায় ১৯

আছেন কোথায় স্বর্গপুরে

• গায়ক পরিচয়

লালন (১৭৭২-১৮৯০ খ্রি.) ছিলেন বাউল ধর্মের সাধক। তিনি অসংখ্য বাউলগান লিখেছেন। তিনি লেখাপড়া জানতেন না। কোনো শাস্ত্র পড়েননি। অথচ তাঁর গান শুনলে তাঁকে পরম পণ্ডিত বলে মনে হত। তিনি অসাম্প্রদায়িক ছিলেন। জাত-পাত মানতেন না। তিনি গেয়েছিলেন ‘লালন বলে জাতের কী রূপ দেখলাম না এ নজরে।

• বিষয়বস্তু

স্বর্গপুর কোথায় আছে কেউ জানেন না। খোদা কোথায় থাকেন তাও কেউ বলতে পারেন না। দিন-রাত কীভাবে হয়, কে তার তত্ত্ব খোঁজে। আকাশে কত মানুষের চোখ থাকে, কিন্তু এর মধ্যে কতজন মানুষ আকাশের দিকে তাকিয়ে খোদাকে দেখতে পায়। লালন বলেন সব কথা যুক্তিতে বোঝা যায় না। দিব্যজ্ঞানীরা শুধু তত্ত্ব বোঝেন।

• সঠিক অর্থ অভিধান

ভেদ-ভিতরের কথা বা রহস্য। জিজ্ঞাসিলে-জিজ্ঞাসা করলে। আশমান-আকাশ। অহর্নিশি-দিনরাত্রি বা সর্বদা। কয়-কহে বা বলে। দিব্যজ্ঞান-পরমজ্ঞান বা অলৌকিক জ্ঞান।

১. পৃথিবীর আকার কেমন?

• সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

উত্তর:

২. পৃথিবীর একদিকে নিশি হলে অন্যদিকে কী হয়?

উত্তর:

৩. কেউ খোদার কথা জিজ্ঞাসা করলে কী দেখানো হয়?

উত্তর:

৪. কীভাবে দিন রাত হয়?

উত্তর:

৫. “কেউ তার ভেদ জানে না।”-কার ভেদ কেউ জানে না?

উত্তর:

৬. “আকাশ তো দেখে সকলে।”-এর পরের বক্তব্য কী?

উত্তর:

৭. “জ্ঞানীগুণী তাই মানে”-জ্ঞানীগুণীরা কী মানেন বুঝিয়ে বলো।

উত্তর:

ব্যাকরণের সহজ পাঠ

১. সমার্থক শব্দ লেখো:

দিন, রজনী, আকাশ, খোদা।

উত্তর:

২. কারক-বিভক্তি নির্ণয় করো:

২.১ পৃথিবী গোলাকার শুনি।

উত্তর:

২.২ অহর্নিশি হয় আপনি।

উত্তর:

২.৩ আকাশ তো দেখে সকলে।

উত্তর:

২.৪ বুঝিবে দিব্যজ্ঞানে।

উত্তর:

Shopping Basket

No products in the basket.

No products in the basket.

    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop