WBBSE Class 9 Sahityachayan “সাহিত্য সঞ্চয়ন” Answer (Bengali Medium) | চন্দ্রনাথ Chapter Answer

Class 9 Sahityachayan

চন্দ্রনাথ

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।

প্ৰশ্নঃ “আমি বলিলাম, না স্যার, আপনি যাবেন না” কার কাছে যাওয়ার কথা বলা হয়েছে?

(a) মাস্টারমশাই  (b) নরেশ  © জিতেন (d) চন্দ্রনাথ।

উত্তরঃ

 প্ৰশ্নঃ “তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম” বক্তা কে?

(a) মাস্টারমশাই  (b) সুরেন © জিতেন (d) চন্দ্রনাথ।

উত্তরঃ

প্ৰশ্নঃ “আজই এলে নরেশ”- বক্তা কে? 

(a) মাস্টারমশাই  (b) নরেশ  © জিতেন  (d) চন্দ্রনাথ।

উত্তরঃ

প্ৰশ্নঃ “কাউকেই সে কিছু জানিয়ে যায়নি”- বক্তা কে?

(a) সুরেন (b) নরেশ  © জিতেন  (d) চন্দ্রনাথ।

উত্তরঃ

প্ৰশ্নঃ “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন”-বক্তা কে?

(a) চন্দ্রনাথ  (b) নরেশ  © জিতেন (d) হীরু।

উত্তরঃ

প্ৰশ্নঃ চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল-

(a) চন্দনের টিপ  (b) কাটা দাগ  © শিরায় রচিত ত্রিশূল-চিহ্ন  (d) কপালের ডানদিকে তিল।

উত্তরঃ

প্ৰশ্নঃ হেডমাস্টার মহাশয়ের হাতে থাকত-

(a) কলম  (b) হুঁকা  © ডাস্টার  (d) খাতা।

উত্তরঃ

প্ৰশ্নঃ গল্পকথকের ডাক নাম ছিল-

(a) নিশু (b) নবু © হাবু (d) বিশু

উত্তরঃ

প্ৰশ্নঃ ‘চন্দ্রনাথ’ গল্পে যে রাস্তার উল্লেখ আছে

(a) এন. এস. রোড (b) সার্কুলার রোড

© মহাত্মা গান্ধি রোড (d) প্রফুল্লচন্দ্র রোড।

উত্তরঃ

প্ৰশ্নঃ হীরুর কাকা চন্দ্রনাথকে দিতে চেয়েছিলেন

(a) নগদ টাকা (b) স্পেশাল প্রাইজ © বই (d) পেন

উত্তরঃ

প্ৰশ্নঃ “তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম” -বক্তা কে?

(a) সুরেন  (b) নরেশ © জিতেন (d) চন্দ্রনাথ।

উত্তরঃ

প্ৰশ্নঃ “তোমার অক্ষমতার অপরাধ!” ‘তোমার’ বলতে বোঝানো হয়েছে-

(a) নিশানাথ (b) নরেশ © জিতেন  (d) চন্দ্রনাথ।

উত্তরঃ

প্ৰশ্নঃ “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন”- ‘তার’ বলতে বোঝানো হয়েছে-

(a) মাস্টারমশাইও (b) চন্দ্রনাথ © জিতেন (d) হীরু।

উত্তরঃ

প্ৰশ্নঃ ‘চন্দ্রনাথ’ গল্পে তিন জন হলেন

(a) চন্দ্রনাথ, হীরু, গল্পকথক (b) বিপ্রদাস, হীরু, গল্পকথক © চন্দ্রনাথ, হীরেন, গল্পকথক (d) চন্দ্রনাথ, জিতেন, গল্পকথক।

উত্তরঃ

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ চন্দ্রনাথের ললাটে কীসের চিহ্ন ছিল?

উত্তরঃ

প্ৰশ্নঃ স্কুলের সেক্রেটারির ভাইপো কে?

উত্তরঃ

প্ৰশ্নঃ “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন”- এখানে ‘তার’ বলতে কাকে বোঝানো হয়েছে? 

উত্তরঃ

প্ৰশ্নঃ চন্দ্রনাথের দাদার নাম কী?

উত্তরঃ

প্ৰশ্নঃ ‘চন্দ্রনাথ’ গল্পে উত্তর বিচারের সময় কি ইচ্ছাকৃত ভুল করেছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচার?

উত্তরঃ

প্ৰশ্নঃ হীরুর কাকা চন্দ্রনাথকে কী দিতে চেয়েছিলেন?

উত্তরঃ

প্ৰশ্নঃ “তাহাকে দেখিয়া আমার বড়ো কষ্ট হইল”- এখানে কার কথা বলা হয়েছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ “তোমার অক্ষমতার অপরাধ।” “তোমার’ বলতে কার কথা বোঝানো হয়েছে? 

উত্তরঃ

প্ৰশ্নঃ “এ উৎসবটা না করিলেই পারিতে” – বস্তা কে?

উত্তরঃ

প্ৰশ্নঃ চন্দ্রনাথ হিসেব করে নিজের মার্কস কত ধরেছিল?

উত্তরঃ

প্ৰশ্নঃ চন্দ্রনাথ’ গল্পটি কে লিখেছেন?

উত্তরঃ

প্ৰশ্নঃ “এইটেই আমার কাছে তার সস্মৃতিচিহ্ন”- বক্তা কে?

উত্তরঃ

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর

প্ৰশ্নঃ “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” বস্তা কে? কোন স্মৃতিচিহ্নের কথা সে এখানে বলতে চেয়েছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ “এই দাস্তিকটা যেন ফেল হয়”-বস্তা কে? কাকে দাম্ভিক বলা হয়েছে? এমন কামনার কারণ কী?

উত্তরঃ

প্ৰশ্নঃ “তাহাকে দেখিয়া আমার বড়ো কষ্ট হইল”-বক্তা কে? কাকে দেখে তার কেন কষ্ট হয়েছিল?

উত্তরঃ

প্ৰশ্নঃ “…. গুরুদক্ষিণার যুগ আর নেই।”-মন্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তরঃ

প্ৰশ্নঃ “আমারই অন্যায় হলো।” মন্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তরঃ

প্ৰশ্নঃ “এই উৎসবটা না করিলেই পারিতে।” বক্তা কে? কেন একথা বলেছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ ‘আজ থেকে আমরা পৃথক।” বস্তা কে? তার এই সিদ্ধান্তের কারণ কী? 

অথবা, “তোমার অক্ষমতার অপরাধ।” বস্তা কে? তাঁর কেন মনে হয়েছিল চন্দ্রনাথের ‘অক্ষমতার অপরাধ’ তার রেজাল্টে প্রতিফলিত হয়েছে?

উত্তরঃ

প্ৰশ্নঃ “উৎসবের বিপুল সমারোহ সেখানে” কী কারণে এই উৎসব? এই উৎসবের বর্ণনা দাও। উৎসব নিয়ে চন্দ্রনাথের প্রতিক্রিয়া কী ছিল?

উত্তরঃ

Paid Answer Link (Membership User)

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping