WBBSE Class 7 Sahityamela “সাহিত্য়মেলা” Answer (Bengali Medium) | জাতের বজ্জাতি Chapter Answer

Class 7 Sahityamela

জাতের বজ্জাতি

অধ্যায় ২২

জাতের বজ্জাতি

কবি পরিচয়

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ধমানের চুরুলিয়া গ্রামে ১৮৯৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ‘অগ্নিবীণা’, ‘দোলন চাঁপা’, ‘বিষের বাঁশী’, ‘ভাঙার গান’, ‘ছায়ানট’, ‘সাম্যবাদী’, ‘সর্বহারা’, ‘ফণিমনসা’, ‘সিন্ধুহিল্লোল’, ‘চক্রবাক’ ইত্যাদি। এছাড়াও তিনি কিছু উপন্যাস, ছোটো গল্প ও নাটক লিখেছেন। তাছাড়া তাঁর রচিত অজস্র গান বাঙালির মূল্যবান সম্পদ। তিনি ‘ধূমকেতু’ নামক একটি পত্রিকাও প্রকাশ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম দেহত্যাগ করেন।

কবির বৈশিষ্ট্য

১. নজরুল শোষিত জনগণের পক্ষে থেকেছেন। তাই তাঁর পক্ষে লেখা সম্ভব হয়েছে-

যুগের ধর্ম এই

পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

২. নজরুল সমগ্র মানবজাতির সর্বাত্মক মুক্তির উদ্‌দ্গাতা। তিনি লিখেছিলেন- গাহি সাম্যের গান

যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।

৩. অসাম্প্রদায়িক মানসিকতা, নারীস্বাধীনতার পক্ষে সমর্থন তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। নারী স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে নজরুল লিখেছিলেন-

কোন কালে একা হয় নিকো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী।

বিষয়বস্তু

জাতের দোহাই দিয়ে কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য মানুষের

মধ্যে ভেদাভেদ তৈরি করে। জাতের এই বজ্জাতির কথাই কবিতাটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তার ক্ষতিকারক দিকটিকে তুলে আনা হয়েছে। কবিতার নামকরণ ‘জাতের বজ্জাতি’ তাই সার্থক হয়েছে।

নামকরণের সার্থকতা

জাতের নামে বজ্জাতি করে কিছু মানুষ জালিয়াতির জুয়া খেলছে। জাত ছেলের হাতের মোয়া নয় যে ‘ছুলেই জাত যাবে। হুঁকোর জাত আর ভাতের হাঁড়িতে জাতের জান আছে ভেবে এক জাতিকে একশো ভাগে ভাগ করা হয়েছে। সেই কারণে মানুষ আজ আর মানুষ নেই। ধর্ম বর্মের মতো সহনশীল, তাকে ছোঁয়াছুয়ির ছোট্ট ঢিল কখনও ভাঙতে পারে না। যে জাত ঠুনকো, সে আজ না হয় কাল ভেঙে যাবে, সে জাত জাহান্নমে গেলেও মানুষ থাকবে, তাই পরোয়া নেই। বিষয়গত দিক থেকে এই কবিতার নামকরণ সার্থক।

সঠিক অর্থ অভিধান

বজ্জাতি-শয়তানি, জালিয়াৎ-নকল বা অসৎ কাজ, জান-প্রাণ, বেকুব-বোকা, বর্ম-আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবরণ। সহনশীল-সহ্যশীল, ঠুনকো-যা সহজে ভেঙে যায়, জাহান্নাম-নরক।

১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১.১ বেকুবরা কোথায় জাতির জান আছে বলে মনে করে? 

উত্তর:

১.২ মানুষের বদলে আজ শুধু কী আছে?

উত্তর:

১.৩. ধর্ম কার মতো সহনশীল?

উত্তর:

২. শূন্যস্থান পূরণ কর :

২.১ জাতের নামে বজ্জাতি সব-খেলছে জুয়া।

উত্তর:

২.২ এখন দেখিস-

উত্তর:

২.৩ পচে আছিস বাসি-

উত্তর:

২.৪ – আর ভাবলি এতেই জাতির জান।

উত্তর :

২.৫ জানিস নাকি- সেব- সম সহনশীল।

উত্তর :

২.৬ যাক না সে জাত- রইবে মানুষ নাই-।

উত্তর :

৩. মৌখিক প্রশ্নের প্রস্তুতি জাতের নামে বজ্জাতি সব…

রইবে মানুষ, নাই পরোয়া।।

কবিতাটি ছাত্র-ছাত্রীরা মুখস্ত করে আবৃত্তি করবে।

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping