WBBSE Class 7 Sahityamela “সাহিত্য়মেলা” Answer (Bengali Medium) | জাদুকাহিনি Chapter Answer

Class 7 Sahityamela

জাদুকাহিনি

অধ্যায় ৩০

জাদুকাহিনি

লেখক পরিচিতি

অজিতকৃষ্ণ বসু ১৯২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সাহিত্য ক্ষেত্রে ব্যঙ্গ ও কৌতুকরসের কবিতা ও কৌতুকপ্রধান কথাসাহিত্য রচনার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। অ. কৃ. ব নামে বিখ্যাত এই লেখক সঙ্গীত, সাহিত্য ও জাদুবিদ্যা-প্রতিটি ক্ষেত্রেই পারদর্শী ছিলেন। ‘শনিবারের চিঠি’ তে প্রকাশিত তাঁর ‘পাগলাগারদের কবিতা’, সিরিজ ‘শঙ্করস উইক্লি’তে মুদ্রিত তাঁর বহু কৌতুক রচনা তাঁকে স্মরণীয় করেছে। ইংরেজি ভাষায়

লেখা তাঁর উদ্ভট খাপছাড়া কবিতাগুলি Lunarics নামে পরিচিত। ছোটোদের জন্য লেখা তাঁর বইগুলি হল ‘খামখেয়ালী ছড়া’, ‘আজব ছড়া’, ‘ছড়ার মিছিল’ প্রভৃতি। সংগীত জীবনের নানা কথা ও কাহিনি তিনি বিবৃত করেছেন ‘ওস্তাদ কাহিনি’ গ্রন্থে। মঞ্চে কখনো জাদু প্রদর্শন না করলেও, বন্ধু স্থানীয় জাদু সম্রাট পি.সি. সরকারের সঙ্গে সমান্তরালভাবে দীর্ঘদিন জাদুচর্চা করেছেন তিনি। জাদুকরদের বিচিত্র জীবন ও নানান মজাদার ঘটনা নিয়ে লেখা তাঁর ‘জাদু কাহিনি’ বইটি ১৯৪৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়

থেকে ‘নরসিংহ দাস পুরস্কার’ পেয়েছে। ১৯৯৩ সালে এই শিল্পীর জীবনাবসান ঘটে।

বিষয়বস্তু

ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর ডেভিড ডেভান্ট একদিন সন্ধ্যাবেলা একটি জনবিরল পথ দিয়ে বাড়ি ফেরার সময় একজন আধপাগল লোকের খপ্পরে পড়েন। সে দাবি করে হাওয়া থেকে টাকা নিয়ে তার টুপি ভরতি করে দিতে হবে। অনেক অনুনয় বিনয়েও কোনো কাজ হয় না। তখন তাঁর সম্বল হয় শিলিং দিয়ে কোনো রকমে একটি একটি করে তার টুপিটি ভরে দিচ্ছিলেন। এবং এমন করছিলেন যাতে দেরি হয়। অবশেষে চার পাঁচ জন লোক এসে লোকটিকে নিয়ে যায়। ডেভান্ট হাঁফ ছেড়ে বাঁচলেন।

১৯২৫ খ্রিস্টাব্দে কলেজিয়েট স্কুলের হলঘরে জাদুখেলা দেখিয়েছিলেন চাঁদ মিয়া নামে একজন জাদুকর। তিনি হাওয়া থেকে একটি একটি করে টাকা ধরে টিনের কৌটায় ফেলতে লাগলেন। নিট ও প্রধান শিক্ষকের চাঁদা মিলিয়ে তিনি দশ টাকা মতো পেয়েছিলেন। হাওয়া থেকে টাকা নিয়ে কোটিপতি না হয়ে কয়েকটি টাকার জন্য ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ান কেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান হাওয়ার টাকা হাওয়ায় ফিরিয়ে দিতে হয়।

সামকরণের সার্থকতা

বিশ্বের দুই প্রান্তের দুই জাদুকরের কথা এখানে বলা হয়েছে। একজন বিখ্যাত ডেভিড ডেভান্ট আর একজন অখ্যাত চাঁদ মিয়া। দু’জনেই হাওয়া থেকে টাকা তৈরির খেলা দেখান। এবং এই কারণেই দু’জনেই বাস্তব জীবনে বিপদে পড়েন। এবং অনেক কষ্টে মুক্তি পান। দু’জন জাদুকরের জাদুর কাহিনি-ই এই রচনাংশের মূল বিষয়। তাই এর নামকরণ সার্থক।

সঠিক অর্থ অভিধান

জনবিরল-লোকজন কম যেখানে, অ্যাদ্দিন-এতদিন, শিলিং- ইংল্যান্ডের পয়সা। বেয়াড়া-বিশ্রী, বেদরদী-দরদ বা সমবেদনা নেই এমন। বেআক্কেল-বোকা, কাণ্ডজ্ঞানহীন। মেহনত-পরিশ্রম, বিজনজনশূন্য, হারানিধি-হারানো রতন, দীন-দরিদ্র, গরিব।

দু-এক কথায় উত্তর দাও:

১. ডেভিড ডেভান্ট কোথাকার জাদুকর ছিলেন? 

২. ডেভিড ডেভান্টের কাছে কত পয়সা ছিল?

 ৩. হাওয়া থেকে ‘টাকা ধরা’ খেলার নাম কী?

৪. লেখক কোন স্কুলে পড়তেন?

৫. কলেজিয়েট স্কুলে কে জাদুখেলা দেখিয়েছিল?

৬. খেলা দেখিয়ে সে কত টাকা পেয়েছিল?

 ৭. ডেভিড কোথা দিয়ে হাঁটছিলেন?

৮. একটি লোক পথ আটকে ডেভান্টকে কী বলেছিল?

৯. চাঁদ মিয়াকে দেখে লেখকের খটকা লেগেছিল কেন? উত্তর: অজিতকৃয় বসু প্রণীত ‘জাদু কাহিনি’ নামাঙ্কিত গল্পে চাঁদ মিয়া

১০. হাওয়াই টাঁকশাল কী?

১১. চাঁদ মিয়া কোথায় খেলা দেখিয়েছিলেন?

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. “আপনি না টাকা বানান?”-বক্তা কে? কাকে উদ্দেশ্য করে

এই বক্তব্য? এই বক্তব্যের কারণ কী?***

২.২ “কত আছে তোমার পকেটে?”-বক্তা কে? কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য? এই বক্তব্যের কারণ কী?***

২.৩ “ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন”-ডেভান্টের হাঁপ ছেড়ে বাঁচার কারণ কী, গল্প অবলম্বনে বুঝিয়ে লেখো।

২.৪ “একজন অখ্যাত জাদুকরের বিচিত্র কাহিনি মনে পড়ে গেল।”-অখ্যাত জাদুকরটি কে? কোন্ সময়ের কথা বলা হয়েছে? তার ‘বিচিত্র কাহিনি’র পরিচয় দাও।***

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping